ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন চায় না একজন, তিনি হলেন ড. ইউনূস: মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

ড. ইউনূস বিদেশে বসে দেশের বদনাম করেছেন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানে বসে বিএনপি ও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “ড. ইউনূস বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন চায়। আমি বলবো, একটি ব্যক্তি নির্বাচন চায় না—তিনি হলেন ড. ইউনূস।”

তিনি জানান, বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে এসেছে। এই ডিসেম্বরের বিষয়টি ড. ইউনূস নিজেও এক সময় বলেছেন। কিন্তু পরে তিনি নিজের অবস্থান পরিবর্তন করে জুন মাসের কথা বলেন। অথচ জুনে নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন যদি করতেই হয়, তা ডিসেম্বরের মধ্যেই করতে হবে।

সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “সংস্কারের কথা বলে সরকার বিদেশ থেকে লোক আমদানি করেছে। কিন্তু এখন তারাই নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এটি প্রমাণ করে, তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয়, বরং অন্য কিছু।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স