ডিসেম্বরে নির্বাচন চাই সব রাজনৈতিক দল: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। অথচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন বিএনপিকে নির্বাচন প্রসঙ্গে দোষারোপ করেছেন, তা বোধগম্য নয়।
শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, কেবল একটি দল নির্বাচন চায়। আমি স্পষ্ট করে বলছি—এই বক্তব্য সঠিক নয়। তিনি হয়তো পর্যাপ্ত তথ্য ছাড়াই এ মন্তব্য করেছেন। যদি তথ্যগত ভুলের কারণে এমনটি বলে থাকেন, তবে আমরা সমালোচনা করবো না।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সমগ্র জাতি এখন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশা করি, খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হবে।”
সংস্কার ও বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি একদিনে শেষ হওয়ার নয়। সমাজ ও রাষ্ট্রের চাহিদা অনুযায়ী সংস্কার অব্যাহত রাখতে হবে। তবে শেখ হাসিনা ও তার সহযোগীদের যেসব অপরাধ রয়েছে, সেসবের জন্য তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”