ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাপানের সোকার বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের স্বনামধন্য সোকার বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ড. ইউনূস একটি প্রেরণাদায়ক বক্তৃতাও প্রদান করেন।

এর আগে, টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ যার অর্থায়ন হবে ৬৪১ মিলিয়ন ডলারে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে গত ২৮ মে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স