নতুন বাংলাদেশ গড়ার জন্য জাপানি কোম্পানির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নতুন বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি তিনি বিশেষ অনুরোধ করেন।
শুক্রবার (৩০ মে) জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে আয়োজিত এক রাউন্ডটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ আলোচনায় বাংলাদেশে ব্যবসায়িকভাবে সক্রিয় শীর্ষস্থানীয় কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেন।
ড. ইউনূস জাপানি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “আপনাদের সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক। গত ১০ মাসে আমরা ধাপে ধাপে অনেক কিছু গড়ে তুলেছি; এ প্রক্রিয়ায় জাপানের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।”
তিনি আরও বলেন, “স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দেশের চলমান বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে কিছুটা ‘স্বস্তির সময়’ প্রয়োজন। এখন আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যখন আপনারা আমাদের সর্বাধিক সহায়তা দিতে পারবেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছি। পুরনো বাংলাদেশের ধারাকে ছাড়িয়ে এগিয়ে যেতে চাই।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, “বর্তমানে বাংলাদেশ যে দুর্বলতাগুলো সম্মুখীন হচ্ছে, সেগুলো অচিরেই অতিক্রান্ত হবে এবং অতীতের অংশ হয়ে যাবে। আমরা সবাই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি, সেটাকে পেছনে ফেলে নতুন দিশায় এগিয়ে যেতে চাই।”