ঢাকা | বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে হিমবাহ ধসে তছনছ আস্ত একটি গ্রাম!

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

সুইজারল্যান্ডের আলপ্স পর্বতের নিকটে অবস্থিত ব্লাটেন গ্রাম ব্যাপক হিমবাহ ধসের কারণে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। প্রাণে বেঁচে গেলেও নিজের বাড়িঘর ও সম্পদ সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে গ্রামের মানুষগুলো। বিশেষজ্ঞরা জানান, এই ধসের পেছনে মূল কারণ জলবায়ু পরিবর্তন।

ঘটনা শুরু হয় প্রায় দুই সপ্তাহ আগে, যখন পাহাড়ের বিভিন্ন স্থানে ছোট ছোট ভূমিধসের ঘটনা ঘটে। যদিও সেগুলো বড় আকারের ছিল না, তবুও প্রশাসন সতর্কতা জারি করে এবং প্রায় ৩০০ জন বাসিন্দাকে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করে।

গত বুধবার হঠাৎ করে পাহাড় থেকে একটি বিশাল হিমবাহ ধসে পড়ে, যা তুষারপাত ও ভূমিধসের সৃষ্টি করে বিস্তীর্ণ এলাকায়। টন টন বরফ, মাটি ও পাথরের নিচে চাপা পড়ে গ্রামের বড় অংশ।

এ দুর্ঘটনার পর পুরো গ্রাম শোকের ছায়ায় মোড়া। প্রাণে বেঁচে থাকলেও গ্রামবাসীরা এখন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব। তাদের আবার নতুন করে জীবন শুরু করতে সাহায্য করার জন্য সুইস সরকার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার পরিবর্তনের ফলে আলপ্স পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোতে বড় ধরনের হিমবাহ ধসের ঘটনা ক্রমশ বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স