ঢাকা | বঙ্গাব্দ

জোয়ারের তাণ্ডবে বিলীন কুয়াকাটা মেরিন ড্রাইভের আংশিক

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাগরকন্যা কুয়াকাটার সৈকতে নির্মিত ১,৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভের এক-তৃতীয়াংশ ভেঙে পড়েছে জোয়ারের প্রবল ঢেউয়ে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কয়েক ঘণ্টার মধ্যেই এই ধ্বংসযজ্ঞ ঘটে।

জোয়ারের তীব্রতা এতটাই ছিল যে শুধু সড়কই নয়, সড়ক রক্ষায় নির্মিত গাইডওয়াল ও ওয়াকওয়েও পানির তোড়ে ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিম্নমানের নির্মাণকাজ ও পর্যাপ্ত তদারকির অভাবে এখনো উদ্বোধন না হওয়া এই মেরিন ড্রাইভ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়াকাটা পৌরসভা সূত্র জানিয়েছে, ২০২৪ সালে কুয়াকাটায় পর্যটন সুবিধা ও সৌন্দর্য রক্ষায় ২ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যার ব্যয় ধরা হয় ৪ কোটি ৮৬ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অমাবস্যার জোয়ার ও নিম্নচাপের প্রভাবে যদি এমন ক্ষতি হয়, তবে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলচ্ছ্বাস হলে পুরো মেরিন ড্রাইভ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, পৌরসভায় প্রশাসক নিয়োগের আগেই সংশ্লিষ্ট ঠিকাদার কিছু বিল উত্তোলন করেছেন, যদিও সম্পূর্ণ বিল এখনও প্রদান করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণে কোনো গাফিলতি বা অনিয়ম পেলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স