রংপুরে আন্তঃজেলা ‘মলম পার্টি’ চক্রের মূল হোতা ইমরান খানসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩। শুক্রবার (৩০ মে) দুপুরে র্যাব-১৩ রংপুর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জয়নুল আবেদীন।
র্যাব জানায়, আসন্ন ঈদকে ঘিরে এই চক্রটি উত্তরাঞ্চলের বিভিন্ন বড় শহর, বিশেষ করে কোরবানির পশুর হাটগুলোতে সক্রিয় হয়ে ওঠে। তারা কৌশলে সাধারণ মানুষকে অজ্ঞান করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছিল। চক্রের সদস্যরা দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার পলাতক আসামি বলেও জানানো হয়।
অভিযানে র্যাব মহানগরীর তিনটি হোটেলে অভিযান চালিয়ে এই চক্রের ১১ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির চেতনানাশক ওষুধ ও বিভিন্ন সাইজের চেতনানাশক মিশ্রিত ‘হালুয়া’ জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া চক্রের প্রধান ইমরান খান ফরিদপুর জেলার আলফাডাঙ্গার পাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া আটক হওয়া অন্য সদস্যরা হলেন—রাজবাড়ির পাংশার আব্দুল সাদেক সেখ, টাঙ্গাইলের আ. লতিফ, সিরাজগঞ্জের খসরু আহমেদ, গাইবান্ধার জয়নাল আবেদিন, মুন্সিগঞ্জের মহিবুল, রিপন ও চান শরীফ ব্যাপারি, মানিকগঞ্জের আ. সালাম, জামালপুরের আজাহার উদ্দিন এবং কুষ্টিয়ার রেজাউল ইসলাম।
র্যাবের ভাষ্য অনুযায়ী, চক্রটি দিনাজপুরের আমরুলবাড়ি গরুর হাটে আজ একটি বড় ধরনের অপারেশন চালানোর পরিকল্পনা করছিল। তার আগেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে।