হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ডেবরাবাড়ি এল দিয়ে আবারও ২২ জন বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
শুক্রবার (৩০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির রেমা বিওপির একটি টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে আটক করে। বর্তমানে তাদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, পুশ-ইনের বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার দুটি সীমান্ত দিয়ে বিএসএফ আরও ২৬ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনেই সিলেট ও উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় ১০০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
অন্যদিকে, লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের প্রতিরোধ ও বিজিবির সক্রিয় ভূমিকায় পুশ-ইন ব্যর্থ হয় এবং বিএসএফ সেখান থেকে ৫৮ জনকে ফেরত নিয়ে যায়।
প্রসঙ্গত, চলমান মৌসুমে পুশ-ইনের এমন ধারাবাহিক ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি এ বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।