বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর হাটগুলো ক্রমেই জমজমাট হয়ে উঠছে। আজ শুক্রবার (৩০ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বৃষ্টির মধ্যেও হাটে গিয়ে পশু কিনতে দেখা গেছে অনেক ক্রেতাকে।
দুপুরের পর থেকে নওগাঁর চৌবাড়িয়া পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। বিশাল আকার ও ব্যতিক্রমী নামের গরু দর্শনার্থীদের আকৃষ্ট করলেও ক্রেতারা বেশি আগ্রহ দেখাচ্ছেন ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি।
হাটে পশুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ খামারিরা। তবে শেষ মুহূর্তে ক্রয়-বিক্রয় বাড়বে বলে আশাবাদী তারা।
রাজশাহীর তাহেরপুর হাটেও সময় গড়ানোর সাথে সাথে ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। বিক্রেতাদের হাঁকডাকে চারপাশ মুখর হয়ে ওঠে। তবে গো-খাদ্যের উচ্চমূল্যের কারণে লাভ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক খামারি।
বিক্রেতারা বলছেন, এখনো প্রত্যাশিত বিক্রি শুরু হয়নি, তবে আগামী কয়েক দিনে বেচাকেনা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী। দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটগুলো ধীরে ধীরে জমে উঠছে, এবং হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।