বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) অনুসারে আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসি কর্তৃক পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে এনএসসি একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবেও খ্যাত। খেলোয়াড় জীবনের পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ে লেভেল টু প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে যুক্ত হন। পরে দেশে ফিরে আবাহনীর নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতান।