আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে নিজ শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে নাম লিখিয়েছেন। দুই বছরের চুক্তিতে তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাবটির সঙ্গে যুক্ত হয়েছেন।
ইউরোপের নামকরা ক্লাবগুলোতে খেলার পর শিকড়ে ফিরে ডি মারিয়া বলেছেন, “এখনো অনেক গল্প লেখা বাকি।” আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ক্লাব রোজারিও সেন্ট্রাল তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে।
রোজারিও একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ডি মারিয়ার ছোটবেলা থেকে শুরু করে তার দীর্ঘ পথচলা, আর্জেন্টিনার কিংবদন্তি হওয়া এবং নিজের দেশী ক্লাবে ফেরার গল্প তুলে ধরা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “আমাদের একসঙ্গে গল্প লেখার জন্য এখনও অনেক পৃষ্ঠা বাকি।” আগামী মৌসুম থেকেই সেই নতুন অধ্যায় শুরু হবে।
২০০৫ সালে ডি মারিয়া এই ক্লাব থেকে পেশাদার ফুটবল যাত্রা শুরু করেন। পরে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজি এবং পর্তুগালের বেনফিকার মতো বড় ক্লাবগুলোতে খেলেছেন এবং অসংখ্য শিরোপা জিতেছেন। আর্জেন্টিনা দলের হয়ে তিনি বিশ্বকাপ এবং দু’বার কোপা আমেরিকা ট্রফি জিতেছেন।
সর্বশেষ মৌসুমে বেনফিকাকে বিদায় জানিয়ে নিজ শহরে ফিরে এলেন ডি মারিয়া। তবে এখনও আর্জেন্টিনায় স্থায়ীভাবে ফিরে যাচ্ছেন না। পর্তুগালের বেনফিকা ক্লাব তাকে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য ডাকা হয়েছে, যা তিনি মেনে নিয়েছেন। বেনফিকা নিশ্চিত করেছে, বিশ্বকাপ শেষ করে ডি মারিয়া রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন।
উল্লেখ্য, এর আগে ক্লাবে ফিরে আসার সময় জীবনের নিরাপত্তা সংকটের কারণে ফিরে আসা হয়নি। তবে এবার পরিবারের নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত রেখে শৈশবের ক্লাবেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া।