ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রদল সভাপতির পদ হারানোর খবরটি ভুয়া: সাধারণ সম্পাদক নাছির

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর গুঞ্জন পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শুক্রবার (৩০ মে) বিকেলে যমুনা টেলিভিশনকে তিনি নিশ্চিত করেছেন যে রাকিব এখনো তার পদে বহাল আছেন।

আজ কিছু গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল ইসলাম রাকিবের সভাপতি পদ হারানোর খবর ছড়িয়ে পড়লেও ছাত্রদল সাধারণ সম্পাদক এসব তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, কিছু গোষ্ঠী ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে যাতে দলকে অস্থিতিশীল দেখানো যায়।

গত কয়েক দিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে রাকিবের অনুপস্থিতির কারণ সম্পর্কে নাছির উদ্দীন নাছির জানান, তিনি অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাছির লিখেছেন, ‘টানা বৃষ্টির মধ্যে দলের কর্মসূচি চালানোর কারণে ছাত্রদলের সভাপতি রাকিব জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ তিনি কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। এছাড়া তার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক প্রপাগাণ্ডা। সবাই এই ধরনের গুজব এড়িয়ে চলবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ থেকে রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নাছির উদ্দীন নাছির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাকিব ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়ার আগে তিনি সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স