ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির মাইনী নদীর প্রবল স্রোতে নিখোঁজ ১

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তরিৎ চাকমা (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের মাইনী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তরিৎ চাকমা কেতুচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা এবং নন্দলাল চাকমার ছেলে। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিখোঁজের খবর পাওয়ার পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বাবুছড়া এলাকায় যান পরিবারের খোঁজ নিতে। তবে তিনি জানান, মাইনী নদীতে সেতু না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় সরাসরি পরিবারের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। এরপরও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্ব দিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স