কানাডার পশ্চিম ও উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। দাবানলের কারণে ম্যানিটোবা প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৭ হাজার মানুষ, এবং সেখানে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। একইভাবে সাসকাচেওয়ান প্রদেশেও বৃহস্পতিবার জারি করা হয়েছে দাবানলসংক্রান্ত জরুরি অবস্থা।
ইতোমধ্যে ৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশের চার্চিল ফলস শহরের কাছে দাবানল ছড়িয়ে পড়েছে, যা এখন পর্যন্ত প্রায় ২০০ হেক্টর এলাকায় বিস্তৃত হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে।
আলবার্টা ও অনটারিও প্রদেশেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। সারা কানাডাজুড়ে বর্তমানে ১৬৩টি সক্রিয় দাবানল রয়েছে, যার মধ্যে অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে। এসব দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, কারণ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে নিকট ভবিষ্যতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।