ঢাকা | বঙ্গাব্দ

৪ দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

চার দিনের সফর শেষে জাপান থেকে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে তিনি দেশের পথে যাত্রা করেন।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ এবং অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছান ড. ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি জাপানের উদ্দেশে রওনা দেয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স