ঢাকা | বঙ্গাব্দ

স্টিল-অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ ট্যারিফ আরোপের ঘোষণা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন, যা তার শুল্কনীতি অব্যাহত রাখার ইঙ্গিত দেয়। শুক্রবার (৩০ মে) পেনসিলভানিয়ার পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে তিনি এ ঘোষণা দেন — খবর রয়টার্সের।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশে উন্নীত হবে। ট্রাম্প বলেন, “এই শুল্ক বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের স্টিল শিল্প আরও বেশি সুরক্ষা পাবে।”

তিনি আরও বলেন, “আমরা আজ নিপ্পন স্টিলের যেই বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছি, তা সবকিছুকে ছাপিয়ে গেছে।” প্রেসিডেন্ট জানান, জাপানের এই প্রতিষ্ঠান ১৪ বিলিয়ন ডলারের যে বিনিয়োগ করতে যাচ্ছে, সেটি শুধু পেনসিলভানিয়ার জন্য নয়, বরং পুরো আমেরিকার স্টিল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ।

এই ঘোষণাগুলো ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট" নীতির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করাই মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স