বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলা প্রধান ইলন মাস্ক নিজের পাঁচ বছরের ছেলে এক্স-এর সঙ্গে খেলার সময় মুখে ঘুষি খেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের নজর পড়ে ইলনের ডান চোখের চারপাশে থাকা নীল ছোপে। প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ছেলে এক্স-এর সঙ্গে মজা করছিলাম এবং খেলার ছলে তাকে বলেছিলাম আমার মুখে ঘুষি মারতে, কিন্তু সে আসলে আমাকে ঘুষি মেরে বসে।
তিনি আরও জানান, পাঁচ বছর বয়সী ছেলের হাত থেকে আঘাত পেয়ে প্রথমে তেমন ব্যথা অনুভব না করলেও পরে চোখের চারপাশ নীল হয়ে যায়।
প্রথমে চোখের নীল ছোপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাস্ক রসিকতা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর থাপ্পড়ের প্রসঙ্গ টানেন এবং বলেন, “আমি তো ফ্রান্সের কাছাকাছিও ছিলাম না।”
এই অবস্থাতেও মাস্ক বিভিন্ন দাফতরিক কাজে অংশ নিয়েছেন। তিনি প্রায়ই ছেলে এক্সকে সঙ্গে নিয়ে জনসমক্ষে হাজির হন এবং সরকারি বা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ বৈঠকেও তার সাথেই দেখা যায় পাঁচ বছরের ছেলেকে।