ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিলে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চেয়েছেন। তিনি সকলের কাছে প্রত্যাশা প্রকাশ করেন যে, আমরা যেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হই।

৩০ মে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের এক হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, একজন সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। তবে শুধু তিনি নয়, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্যও আমরা দোয়া করব।

তারেক রহমান আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। তবে পরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে বাধাগ্রস্ত করা হয়। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে বিএনপি ছাড়াও বহু রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শহীদ হয়েছেন। অনেকেই আহত ও পঙ্গুত্ববরণ করেছেন।

তিনি বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলো স্মরণ করে বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য যে হারে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এবং বহু মানুষের দৃষ্টি কেড়ে নেয়া হয়েছে, তা ভুলবার নয়। জাতিসংঘের হিসাব মতে, ৬৬ জন শিশুকেও হত্যা করা হয়েছে। আমরা তাদের জন্যও দোয়া করব।

তারেক রহমান আরও বলেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা যেন দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে এটাই আমার প্রার্থনা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ দোয়া মাহফিলের সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স