ঢাকা | বঙ্গাব্দ

হাওরে আগুনে পুড়লো পর্যটকবাহী নৌকা

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে আগুন লেগে পর্যটকবাহী নৌকা ‘রাহাবার’ প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পর রাত যাপনের জন্য ১২ জন পর্যটক নৌকাটি তাহিরপুরের নিলাদ্রি এলাকায় নিয়ে আসেন। তখন মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই পর্যটকরা দ্রুত নৌকা থেকে নিরাপদে নামতে সক্ষম হন।

আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়নি এবং নৌকার প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

পরিস্থিতি যখন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে, তখন আশপাশের অন্য নৌকাগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স