জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতের দিকে হিমাইল গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ওই শিশুর দেহ পাওয়া যায়।
নিহত শিশুর নাম রদিয়া আক্তার রুহি (৮)। সে ওই গ্রামের আব্দুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে। রুহি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকলেও প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়ি যেত। ২৪ মে দাদির সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল।
পরিবারের অনেক খোঁজাখুঁজি করেও রুহির সন্ধান না পেয়ে তার মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তে জানায়, আব্দুর রহমানের দ্বিতীয় স্ত্রীর শ্বশুর স্বীকার করেছেন যে, তার মেয়ে এবং রুহির চাচার সঙ্গে মিলিয়ে তারা রুহিকে হত্যা করে টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, তদন্ত শেষ হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।