বৈরী আবহাওয়া কাটিয়ে পদ্মা নদীর জলাবস্থা স্বাভাবিক হওয়ার ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে আবার এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে যাতায়াত করেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি ও হালকা বাতাস শুরু হয়। এতে পদ্মা নদীর জল উত্তাল হয়ে ওঠে। এ অবস্থায় নৌরুটে নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকাল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। ফলে ঢাকামুখী যাত্রী ও যানবাহন দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে।
পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় রাত সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল আবার শুরু হলেও লঞ্চ চলাচল তখনো বন্ধ ছিল।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে আজ সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।