ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: ইন্টারের চার নাকি পিএসজির প্রথম?

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই—উয়েফা চ্যাম্পিয়নস লিগের বহু প্রতীক্ষিত ফাইনাল আজ। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফুটবলপ্রেমীদের অপেক্ষা এক উত্তেজনাপূর্ণ ম্যাচের। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

পিএসজি খুঁজছে ইতিহাস গড়ার পথ—ক্লাবটির প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের লক্ষ্য এবার। অন্যদিকে, ২০০৯-১০ মৌসুমের পর ১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চায় ইন্টার মিলান।

২০১৯-২০ মৌসুমে শেষবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল পিএসজি, তবে সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। এবার লুইস এনরিকের অধীনে দারুণ ছন্দে রয়েছে দলটি। ঘরোয়া লিগে ট্রেবল জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর ফরাসি ক্লাব।

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন ওসমান ডেম্বেলে। রক্ষণে আছেন হাকিমি, মার্কুইনোস ও নুনেজের মতো অভিজ্ঞরা। মাঝমাঠ সামলাবেন নেভেস, ভিতিনহা ও ফ্যাবিয়ান রুইজ। কোচ লুইস এনরিকে জানিয়েছেন, “আমরা ইতিহাস গড়তে চাই, প্রথমবারের মতো শিরোপা জিতে পিএসজিকে ইউরোপ সেরা করতে চাই। এ সুযোগ পেয়ে আমি গর্বিত। সমর্থকদের জন্য আমরা সর্বোচ্চটা দেব।”

অন্যদিকে, তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানও পিছিয়ে নেই। চলতি মৌসুমে কোনো ট্রফি না জিতলেও কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ ও সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শক্তি দেখিয়েছে সিমোনে ইনজাগির দল।

ফাইনালের আগে ইনজুরির তালিকা থেকে ফিরেছেন লাউতারো মার্টিনেজ, বেঞ্জামিন পাভার্ড ও বিসেকরা। তবে তাঁরা পুরো ফিট কি না, তা নিয়েই কিছুটা সংশয় রয়েছে। ডামফ্রিস, থুরাম ও গোলকিপার সোমার রয়েছেন পুরো প্রস্তুতিতে।

প্রসঙ্গত, দুই দলের মুখোমুখি লড়াই এখন পর্যন্ত হয়েছে পাঁচবার, সবই প্রীতি ম্যাচে। এর মধ্যে তিনটি জিতেছে পিএসজি, একটিতে জয় পেয়েছে ইন্টার।

উল্লেখযোগ্যভাবে, মিউনিখে আগের চারটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দেখা মিলেছে নতুন চ্যাম্পিয়নের। এবার কি পিএসজি সেই ধারা বজায় রাখবে নাকি ইন্টার চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে—সেই উত্তরের অপেক্ষায় ফুটবল দুনিয়া।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স