ঢাকা | বঙ্গাব্দ

ঈদযাত্রায় সকাল থেকে ছেড়েছে ১৩টি আন্তঃনগর ট্রেন, নেই কোনো সিডিউল বিপর্যয়

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযোগে ঘরমুখো মানুষের যাত্রা। রাজধানী ঢাকা থেকে আগেভাগেই বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন অনেকেই। নানান ভোগান্তি এড়াতে অধিকাংশ যাত্রীর প্রথম পছন্দ হয়ে উঠেছে ট্রেন।

শনিবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১৩টি আন্তঃনগর ট্রেন রাজধানী ঢাকা ছেড়েছে। এখনো পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়নি, যা যাত্রীদের জন্য স্বস্তির খবর।

স্টেশনে সরেজমিনে দেখা গেছে, যাত্রীরা এবারও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা যাবে এমন প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত যাত্রীদের বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। অনেকেই অনলাইনে সহজেই টিকিট কাটতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কেউ কেউ জানিয়েছেন, টিকিট সংগ্রহ করতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

উল্লেখযোগ্য বিষয় হলো, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে নিয়েছে বেশ কিছু প্রস্তুতি। অনলাইন টিকিটিং ব্যবস্থা, বাড়তি ট্রেন সার্ভিস ও স্টেশনে নিরাপত্তা জোরদারসহ নানা উদ্যোগের মাধ্যমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স