ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম আর নেই।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল আজিম। পরবর্তীতে ২০১৬ সালে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স