নাইজেরিয়ায় সেনাবাহিনীর চালানো অভিযানে এক শীর্ষ কমান্ডারসহ ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাসবাদ দমনে এবার বড় সাফল্য পেয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী।
শুক্রবার (৩০ মে) ভোরে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর ঘাঁটিতে দুটি পৃথক অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে বায়ু এবং স্থল— উভয় বাহিনী অংশ নেয়।
ক্যামেরুন সীমান্তসংলগ্ন বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারামের একটি ঘাঁটিতে চালানো অভিযানে বহু জঙ্গি নিহত হয়। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 'বিটা' নামের অভিযানে তীব্র সংঘর্ষের পর অন্তত ৬০ জন জঙ্গিকে হত্যা করা হয়।
এছাড়া, নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে বোকো হারামের অন্য ঘাঁটিগুলোতেও বিমান হামলা চালানো হয়। গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আরেকটি অভিযানে কুকাওয়া জেলায় বোকো হারামের এক শীর্ষ কমান্ডার আমির আবু ফাতিমা সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন। তিনি দেশটির সেনাবাহিনীর ‘ওয়ান্টেড তালিকায়’ ছিলেন এবং তার মাথার দাম ছিল ১০০ মিলিয়ন নাইরা (প্রায় ৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)।
সেনাবাহিনী জানিয়েছে, এসব অভিযান সন্ত্রাসবাদ দমনে বড় অগ্রগতি এবং উত্তর-পূর্ব নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি পুনরুদ্ধারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।