গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই সময় অতিরিক্ত ডিআইজির বাবা নাজমুল আলম ও মা বাসায় অবস্থান করছিলেন। গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং ঘরের দরজা ভেঙে ফেলে। এরপর দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।
ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী নাজমুল আলম।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ডাকাতির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।