তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। সময় যত গড়াচ্ছে, ভোটকেন্দ্রগুলোতে সদস্যদের উপস্থিতি ততই বাড়ছে।
এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল—ফোরাম, সম্মিলিত পরিষদ এবং ঐক্য পরিষদ। তবে মূল প্রতিযোগিতা হচ্ছে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে, কারণ এই দুটি প্যানেলই ঢাকা ও চট্টগ্রামে সবগুলো পদে প্রার্থী দিয়েছে।
ফোরাম প্যানেলের প্রার্থী ও যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন বলেন, "আমি একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, যাতে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য ফল পাওয়া যায়।"
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল জানান, "এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। প্রার্থীদের আচরণেও আমি সন্তুষ্ট। সকালে কিছু বহিরাগত ভোটকেন্দ্রে জটলা করার চেষ্টা করেছিল, তবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। আমরা এমন একটি স্বচ্ছ নির্বাচনের দৃষ্টান্ত তৈরি করতে চাই, যা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।"
এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ এবং চট্টগ্রামে ৩০৩ জন। এদিকে, ফোরাম প্যানেল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে যে কিছু বহিরাগত ভোটের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।