ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল আসছে: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে পাকিস্তানি বাণিজ্য প্রতিনিধি দল, আলোচনায় থাকবে শুল্ক ইস্যু

যুক্তরাষ্ট্রে শুল্ক ইস্যুতে বাণিজ্য আলোচনা করতে আগামী সপ্তাহে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটন সফরে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ মে) পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প জানান, পাকিস্তানের রপ্তানির ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতির আওতায় পাকিস্তান এই শুল্কের ঝুঁকিতে পড়ে, যা দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে প্রায় ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত উপভোগ করছে। বিশ্লেষকদের মতে, এই উদ্বৃত্তই ওয়াশিংটনকে শুল্ক বৃদ্ধির দিকে ধাবিত করছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে টেলিফোনে প্রাথমিক আলোচনা হয়েছে, যার মাধ্যমে আনুষ্ঠানিক বৈঠকের সূচনা হয়েছে।

এদিকে, ট্রাম্প আরও জানান, “পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন। ভারতের সঙ্গে আমরা একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। তবে যদি এই দুই দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমি কারো সাথেই চুক্তিতে আগ্রহী হব না। আমি আগেই তাদেরকে তা জানিয়ে দিয়েছি।”

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের শুরুতে ভারতের বিমান হামলায় পাকিস্তানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপর ৮ মে ভারতীয় একটি ড্রোন আটক ও পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স