ঢাকা | বঙ্গাব্দ

অভিনব পন্থায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরেছেন মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা, বাহিয়া ব্লাঙ্কার বন্যাদুর্গতদের সম্মানে অভিনব উপায়ে নাম প্রকাশ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। তবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখনও দুটি ম্যাচ খেলতে হবে আলবিসেলেস্তেদের। সেই ম্যাচগুলোকে সামনে রেখে ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চমকপ্রদ বিষয় হলো, এবার স্কোয়াড ঘোষণায় একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এএফএ। গত মার্চে আর্জেন্টিনার উপকূলীয় শহর বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যায় ১৬ জন প্রাণ হারান এবং বহু মানুষ ঘরহারা হন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানাতে, সেই শহরের বিভিন্ন বয়স ও পেশার মানুষদের মুখেই শোনা গেছে স্কোয়াডের খেলোয়াড়দের নাম। এটি ছিল এক মানবিক ও আবেগঘন উপস্থাপন।

প্রাথমিক স্কোয়াডে যারা আছেন:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি
ডিফেন্ডার: মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস

আগামী ৬ জুন চিলির রাজধানীতে অবস্থিত ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে চিলি ও আর্জেন্টিনা। এরপর ১১ জুন বুয়েন্স এইরেসের বিখ্যাত মাস মনুমেন্তালে মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স