ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে আ. লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের পর গ্রেপ্তার হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নুরুল হুদা।

শনিবার (৩১ মে) সকালবেলা রাজধানীর মিরপুর-১ এর চিড়িয়াখানা সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে শাহ আলী থানা পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, ওই বাসায় অবস্থান করছিলেন রংপুর-সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী নাসিমা জামান ববি এবং তার স্বামী, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম। এই খবর পেয়ে শুক্রবার রাত থেকে ভবনটি ঘিরে রাখে আন্দোলনকারীরা।

তবে অভিযোগ উঠেছে, পুলিশের গাফিলতির কারণে নাসিমা জামান ও সিরাজুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন। শেষ পর্যন্ত আটক করা হয় আইনজীবী নুরুল হুদাকে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স