ঢাকা | বঙ্গাব্দ

৫ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে, তারা নির্বাচন চায় না: আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জাতি যখন সামনের দিকে অগ্রসর হতে চায়, তখন এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।

শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, বর্তমানে গণতান্ত্রিক ধারার পক্ষে থাকা ৫২টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অন্যদিকে যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে, তারা সেই নির্বাচন চায় না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের আসল শক্তি। ভবিষ্যতের গণতান্ত্রিক সরকারকে সকলের সহযোগিতা করতে হবে। বিএনপি যদি সরকার গঠন করে, সেটি হবে একটি জবাবদিহিমূলক প্রশাসন।

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায় বা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স