ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের ‘বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’—এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী ও একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ। এ ধরনের বক্তব্য জাতিসংঘ ঘোষিত সনদেরও লঙ্ঘন।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে—তা একান্তই বাংলাদেশের সরকার ও জনগণের সিদ্ধান্তের বিষয়। অন্য কোনো দেশের এমন বক্তব্য সরাসরি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চার শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, এই ধরনের মন্তব্যের যথাযথ জবাব দিতে ও প্রতিবাদ জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
জামায়াত স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন নিয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।