সৌদি আরবের রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা ‘নাজাহ’ (ওভারসাইট অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি) এই মাসে ৪৩৫ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও চাকরির সুযোগ নিয়ে অবৈধ সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই তথ্য গালফ নিউজের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা, নগর প্রশাসন, আবাসন, মানবসম্পদ উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্য, যাকাত, কর ও কাস্টমস বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
নাজাহ জানিয়েছে, ‘দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার থেকে কোনো কর্মকর্তাই রক্ষা পাবে না।’ সংস্থার মূল লক্ষ্য হলো সরকারি তহবিলের সুরক্ষা নিশ্চিত করা, স্বচ্ছতা বৃদ্ধি করা এবং সরকারি ও বেসরকারি খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।
গত কয়েক বছরে সৌদি আরবে শতাধিক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছেন। এই অভিযানটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং এটি দেশটির ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ, যার মাধ্যমে অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে মুক্ত করে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই লক্ষ্য।