ঢাকা | বঙ্গাব্দ

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার, কেরালায় সংক্রমণ সর্বোচ্চ

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভারতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনে দেশটিতে দুই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার সাতশো দশে। এর মধ্যে মাত্র কেরালায় আক্রান্তের সংখ্যা এক হাজার একশত সাতাশ। গত কয়েক দিনে দেশে করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

কেরালার পর সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে (৪২৪ জন) ও দিল্লিতে (২৯৪ জন)। অন্যদিকে গুজরাটে ২২৩, তামিলনাড়ু ও কর্ণাটকে প্রত্যেকেই ১৪৮, এবং পশ্চিমবঙ্গেও ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

২০২০ সালে গোটা বিশ্বে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারী লাখ লাখ মানুষের প্রাণ নিয়েছিল। সেই করোনাভাইরাস আবার প্রতিবেশী দেশ ভারতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড জানিয়েছে, বিভিন্ন রাজ্যে নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১ দেহে বাসা বেঁধেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহারাষ্ট্রে চারজন, কেরালায় দুইজন ও কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে, পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, নতুন ভ্যারিয়েন্টের কারণে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স