ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আরও ৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
ভারতের জনস্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৮১ জনে পৌঁছেছে। মুম্বাইয়ের পাশাপাশি পুনে, নাসিক, সাংগলি ও অন্যান্য কিছু অঞ্চলেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ভয়াবহ কোনো উপসর্গ দেখা যায়নি এবং সাধারণত মৃদু লক্ষণই প্রকাশ পাচ্ছে। তারা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন।
এবছর এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের শরীরে অন্যান্য গুরুতর রোগের উপস্থিতি ছিল।