ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সিরেবনে একটি পাথর খনিতে ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার (৩১ মে) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ ঘটনা জানিয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধুলো ও পাথরের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য রেসকিউ টিম তৎপর রয়েছে। উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে পাঁচটি এক্সক্যাভেটর, স্থানীয় পুলিশ, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা।
পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই খনি ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং এটি তার নির্বাচনের আগে চালু হয়েছিল। তিনি বর্তমানে গুনুং কুদাসসহ পশ্চিম জাভার আরও চারটি ঝুঁকিপূর্ণ খনি বন্ধের ব্যবস্থা নিয়েছেন।
ইন্দোনেশিয়ার দরিদ্র শ্রমিকরা প্রায়শই ভূমিধস, বন্যা ও সুড়ঙ্গ ধসের মতো বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হন। যদিও সরকার বারবার নিরাপত্তা বিধি কঠোর করার ঘোষণা দেয়, কিন্তু স্থানীয় পর্যায়ে তা যথাযথভাবে মানা হচ্ছে না। ফলে এ ধরনের দুর্ঘটনা ক্রমশ বাড়ছে।