ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে: আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:

টাঙ্গাইলের কালিহাতীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসীরা দেশে ফিরে উপযুক্ত চিকিৎসা সেবা পান না। তাই প্রবাসীদের অর্থায়নে তাদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী এবং নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা ভিত্তিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, টাঙ্গাইলে চালু হওয়া এই স্কিল ট্রেড দেশের ইতিহাসে প্রথম। শিক্ষার্থীরা এই দক্ষতা অর্জন করতে পারলে প্রবাসে গিয়ে উন্নতমানের কাজের সুযোগ পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

আসিফ নজরুল আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা চালু করা হয়েছে। খুব শিগগিরই জাপানে জনবল পাঠানো হবে এবং আরও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে যাতে দ্রুত জনবল রপ্তানি বাড়ানো যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স