ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে আকস্মিক তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার তুলাইল ও রাজদান টপে তুষারপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে দক্ষিণ কাশ্মিরের শোপিয়ান জেলার পীর কি গালি ও শ্রীনগর-লেহ মহাসড়কের জোজিলা পাসেও তুষারপাত হয়েছে। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বান্দিপোরা-গুরেজ সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কাশ্মিরে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উচ্চাঞ্চলগুলোতে হালকা তুষারপাতও হতে পারে।
আচমকা এ আবহাওয়া পরিবর্তনের ফলে পাহাড়ি অঞ্চলের সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে কৃষি ও পানির উৎস হিসেবে জলাধারগুলোর জন্য এই বৃষ্টিপাতকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রশাসন থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উচ্চপাহাড়ি ও ঝুঁকিপূর্ণ অঞ্চল, বিশেষ করে হিমবাহ এবং ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
যদিও এই তুষারপাত কাশ্মিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে, তবে শীত মৌসুম শুরুর আগেই এটি স্থানীয়দের জন্য প্রচণ্ড ঠান্ডা এবং কিছু ভোগান্তি ডেকে এনেছে। আবহাওয়া বিভাগ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নতুন সতর্কতাও জারি করা হতে পারে।