ঢাকা | বঙ্গাব্দ

বিজিএমইএ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ ‘ফোরাম’ প্যানেলের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী ‘ফোরাম’ প্যানেল

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে এবং চট্টগ্রামে ৯টি পদের মধ্যে ৬টিতে বিজয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা। সব মিলিয়ে ৩৫টি পরিচালক পদের মধ্যে ৩১টি দখল করেছে এই জোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ পেয়েছে মাত্র ৪টি পদ।

শনিবার (৩১ মে) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাধিকার প্রয়োগ করেন এক হাজার ৮৬৪ জন পোশাক কারখানা মালিক।

ফোরাম প্যানেলের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। তার সঙ্গে প্যানেল সদস্য হিসেবে ছিলেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন, যিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আগামী ২ জুন নবনির্বাচিত ৩৫ জন পরিচালক সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট প্রদান করবেন।

নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয়েই ৩৫টি পদে প্রার্থী দেয়, আর বাকি ছয়জন অংশ নেন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স