ঢাকা | বঙ্গাব্দ

৬ দিনের রিমান্ড শেষে আদালতে সাবেক এমপি মমতাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়েছে। রোববার (১ জুন) সকাল সোয়া ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।

আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হতে পারে।

এর আগে, ২২ মে আদালত ২০১৩ সালের সিংগাইরের গোবিন্দল এলাকায় চারজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মমতাজকে ৪ দিনের এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এই দুই মামলাসহ মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হলে আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।

প্রয়োজনে আমি এই খবরের জন্য SEO উপযোগী শিরোনাম বা সংক্ষিপ্ত সারাংশও তৈরি করে দিতে পারি। জানাতে পারেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স