ঈদুল আজহার উৎসব শেষে ঘরমুখো মানুষের সহজ ও দ্রুত যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে। এর অংশ হিসেবে আজ রোববার (১ জুন) আগামী ১১ জুনের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনার ভিত্তিতে জানা গেছে, যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ইতোমধ্যেই ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে এবং ১০ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে। এর পাশাপাশি, ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের ৩ জুন, ১৪ জুনের ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
প্রতি বছর চলমান প্রচলনের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের টিকিট অগ্রিম বিক্রি বিশেষ ব্যবস্থায় করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে টিকিট বিক্রি শতভাগ অনলাইনে হবে। তবে বিশেষ ব্যবস্থার কারণে বিক্রি হওয়া টিকিটে কোনো রিফান্ডের সুযোগ নেই।