যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা চলাকালীন ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর গোপন এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুতের দিক দিয়ে ব্যাপক অগ্রগতি করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ৪০৮ কেজির বেশি ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করেছে, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় ১৩৩ কেজি বেশি। এছাড়াও আইএইএ ইরানের টারকুজাবাদ, ভারামিন এবং মারিভান এলাকায় গোপন পারমাণবিক কেন্দ্র থাকার প্রমাণ পেয়েছে।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এই তথ্যকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে এসেছে।
পারমাণবিক বোমা তৈরিতে সাধারণত প্রয়োজন হয় ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম, যেখানে ইরান বর্তমানে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত ৬ দফা বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, তবুও উভয় পক্ষ সমাধানের আশায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান পশ্চিমা ৬ দেশের সঙ্গে একটি পরমাণু চুক্তি করেছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ওই চুক্তি বাতিল করে। বর্তমানে, দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সমঝোতার চেষ্টা করছেন।