পবিত্র হজ ইসলামের পঞ্চম ও সর্বশেষ স্তম্ভ। মাত্র তিন দিনের মধ্যে চলতি বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হয়। এই সময়ের মধ্যে চার দিনের বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে হাজিরা দেন হজযাত্রীরা।
চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখো হাজি আরাফাতের ময়দানে জমায়েত হয়ে নামাজ আদায় করেন। এই পবিত্র ময়দানে অবস্থিত সেই ঐতিহাসিক পাহাড়, যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন।
এ বছর আরাফাতের দিন পালিত হবে ৫ জুন এবং পরদিন ৬ জুন দেশে পবিত্র ঈদুল আজহার দিন উদযাপিত হবে।
সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি গত ২৫ মে রবিবার ঘোষণা করেছে, এ বছর আরাফাতের দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে আরাফাতের দিনে খুতবা দেওয়ার অনুমোদন দিয়েছেন। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে তিনি খুতবাহ প্রদান করবেন।