রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে একটি হাইওয়ে সেতু ধসে পড়ে রেললাইনের ওপর অন্তত ৭ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিয়ানস্ক অঞ্চলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে কয়েকটি ভারী ট্রাকের পাশাপাশি একটি চলন্ত যাত্রীবাহী ট্রেন। এতে আহত হয়েছে আরও ৩১ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ রবিবার (১ জুন) এ খবর প্রকাশ করেছে।
রাশিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে, সেতুটি ‘পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলে’ ধসে পড়েছে।
ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, গুরুতর আহত দু’জনের মধ্যে একজন শিশু রয়েছেন।
ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও রেসকিউ ইউনিট মোতায়েন করা হয়েছে। রাত্রিকালীন সময়ে কাজের জন্য অতিরিক্ত উদ্ধারকর্মী ও বিশেষ সরঞ্জাম পাঠানো হয়েছে।
আহতদের ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য কাছাকাছি একটি স্টেশনে সরিয়ে নেয়া হয়েছে। ব্রিয়ানস্ক থেকে মস্কো যাওয়ার জন্য একটি বিশেষ রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত। রাশিয়ার আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটর অফিস ঘটনাটির তদন্ত শুরু করেছে।