পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতরা 모두 ক্রীড়াবিদ। দুর্ঘটনাটি ঘটে যখন একটি বাস সেতুর ওপর থেকে নিচে পড়ে যায়।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর শনিবার (৩১ মে) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে, যেখানে জাতীয় ক্রীড়া উৎসব থেকে ফিরছিল বাসটি। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন, যাদের অধিকাংশই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তারা ছিলেন।
কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি জানান, ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে বাসটি সেতুর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন। তারা দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।”
দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা প্রদান করা হচ্ছে।