চট্টগ্রামে ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। রোববার (১ জুন) ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলো হাঁটু পানির নিচে তলিয়ে যায়।
চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেট, মুরাদপুর ও আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়েই তারা পড়েন গণপরিবহন সংকটে।
জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষও। নগরবাসীরা অভিযোগ করেছেন, জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন প্রকল্পের কোনো বাস্তব সুফল তারা পাচ্ছেন না। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।