ঢাকা | বঙ্গাব্দ

মেঘলা আবহাওয়াতেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, একিউআই স্কোর ১২৪

ভোর থেকেই গুমোট আবহাওয়ার মাঝে ঢাকায় চলছে ঝিরঝির বৃষ্টি। আকাশজুড়ে কালো মেঘ থাকলেও বৃষ্টি শহরের বায়ু দূষণ কমাতে পারেনি। রোববার (১ জুন) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ঢাকার স্কোর ছিল ১২৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এই মাত্রার বাতাস শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সকাল সোয়া ১১টায় প্রকাশিত একিউআই সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

এদিন শীর্ষে রয়েছে চিলির সান্তিয়াগো (১৭৭), দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ (১৫৭) এবং কঙ্গোর কিংশা (১৫৩)।

একিউআই স্কোর ১০১-১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষণ উপাদানের ভিত্তিতে— পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), সালফার ডাই-অক্সাইড (SO₂), কার্বন মনোক্সাইড (CO) এবং ওজোন (O₃)।

বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা গেলেও, ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণে আক্রান্ত শহরগুলোর শীর্ষে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স