ঢাকা | বঙ্গাব্দ

আমরা যেন দ্রুতই পূর্ণ অধিকার ফিরে পাই—রায়ের পর জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। এই রায়ের মাধ্যমে পুনরায় রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেলো দলটি।

রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আপিল বিভাগের রায় প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি স্ট্যাটাসে লেখেন, “আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।”

তিনি আরও লেখেন, “মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নিবন্ধন সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া এখন নির্বাচন কমিশনের আওতায়। মহান আল্লাহর সাহায্য কামনা করছি—যাতে আমরা দ্রুতই আমাদের পূর্ণ রাজনৈতিক অধিকার ফিরে পেতে পারি। আমিন।”

পরবর্তীতে আরও একটি পোস্টে তিনি দলের কর্মীদের উদ্দেশে লেখেন, “আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান জানাই—উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। বরং নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং আল্লাহর নামে তাকবির বলি।”

তিনি দোয়া করেন, “আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগাগোড়া তাঁর করুণায় আচ্ছাদিত রাখেন। আমিন।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স