ঢাকা | বঙ্গাব্দ

ইন্টার মিলানকে ৫-০ গোল উপহার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো পিএসজি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগ মানেই চমক! বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকেই ধরে নিয়েছিল, এবার হয়তো শিরোপা উঠবে ইন্টার মিলানের ঘরে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে ইউরোপ সেরা হলো ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)!

লিওনেল মেসি, নেইমার জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকলেও পিএসজি কখনও ইউরোপীয় মঞ্চে শিরোপার দেখা পায়নি। সেই হতাশা ঘোচালেন লুইস এনরিকে। ২০১৫ সালে বার্সেলোনাকে ট্রেবল জেতানো এই কোচ ১০ বছর পর এনে দিলেন পিএসজির স্বপ্নের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস যখন পিএসজিকে কিনে নেয়, তখন থেকেই ছিল ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন। কিন্তু বছরের পর বছর সেই আশা ভেঙেছে। তবে এবার কোনো ভুল করেনি তারা।

ম্যাচের ১২ মিনিটেই সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেও কোনো উদযাপন করেননি তিনি। সেই গোলটি অ্যাসিস্ট করেছিলেন মাত্র ১৯ বছর বয়সী তরুণ দেজ্যের দুয়ে। এরপর ২০তম মিনিটে করেন নিজের প্রথম গোল, আর দ্বিতীয়টি ৬৩ মিনিটে। পুরো ম্যাচে আলো কাড়েন এই উঠতি তারকা।

চতুর্থ গোলটি আসে খিচা কাভারাতশখেলিয়ার পা থেকে। তখনই ইন্টার বুঝে নেয়—ফের তাদের স্বপ্নভঙ্গ হলো। শেষ দিকে মাইলুলুর গোল পিএসজিকে উপহার দেয় ৫-০ গোলের ঐতিহাসিক জয়।

এই স্কোরলাইনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এর আগে কোনো দল জিততে পারেনি। ২০২০ সালের লিসবন ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল পিএসজি। এবার সেই বায়ার্নেরই ঘরের মাঠে ইতিহাস গড়ল তারা।

এটা শুধু পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নয়—এটা ছিল একটি যাত্রার সফল পরিণতি। বহু বছরের ব্যর্থতা, তারকা আসা-যাওয়ার গল্পের পর অবশেষে ফুটল প্যারিসিয়ানদের ইউরোপীয় গৌরবের ফুল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স