ঢাকা | বঙ্গাব্দ

মায়ামির বড় জয়, জোড়া গোলের সঙ্গে নতুন ইতিহাস গড়লেন মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি তাদের মাঠে কলম্বাস ক্রুকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্টও করেছেন লিওনেল মেসি। এই দুই গোলের মাধ্যমে মেসি আরেকটি রেকর্ড গড়েছেন। এখন পর্যন্ত এমএলএস-এ ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন তিনি।

রোববার (১ জুন) চেজ স্টেডিয়ামে খেলা ম্যাচে মেসির সঙ্গে গোল করেছেন সুয়ারেজ, পিকাল্ট ও অ্যালেন্দে।

এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ৩১টি গোল করেছেন মেসি, যা পেরিয়ে গেছে তার স্বদেশী ও সাবেক সতীর্থ গონსালো হিগুয়েনের ২৯ গোলের রেকর্ড। হিগুয়েন ২৯ গোল করতে খেলেছিলেন ৬৭ ম্যাচ, কিন্তু মেসি তা মাত্র ৩৮ ম্যাচে ছুঁয়ে ফেলেছেন।

আগামী ১৫ জুন মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।

এদিকে, মেসি এখন জাতীয় দলের শিবিরে যোগ দেবেন। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দুইটি ম্যাচ খেলবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে, যথাক্রমে ৬ ও ১১ জুন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স